কেরালা- শিমের বীজ (২০ গ্রাম)
Description
কেরালা- শিমের বীজ অল্প গাছে বেশি ফলন, এবং বাজারে দাম ভালো পাওয়া যায়।
বাণিজ্যিক ভাবে চাষাবাদ উপযোগী এই সীম গাছের গোড়া থেকে ফলন শুরু হয়। বীজ বপনের ৩৫ থেকে ৪৫ দিনের মধ্যে ফুল আসতে শুরু করে। গাছটি ঝোপালো হয় তাই ছাদে একটি খুটির সাহায্যে চাষাবাদ সম্ভব। প্রচুর ফলন হয় বিদায় এটি অত্যন্ত লাভজনক। মোটামুটি ফল আসার পর থেকে টানা ৮ মাস ফলন পাওয়া যায়।
কেরালা- শিমের বীজ জাতের বৈশিষ্ট সমূহঃ
আগাম জাতের সীম সীমের রং গাঢ়ো সবুজ
মাংশ পুরু ও সুস্বাদু রান্না করলে সীম নরম হয়ে যায়
বাজারে চাহিদা বেশি ও কেজি প্রতি ১০-১৫ টাকা বেশি। এ জাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল গাছের গোড়ার প্রথম গিট থেকে শুরু করে প্রত্যেক গিটে সীম ধরে।
- কৃষি সম্পর্কিত তথ্য ও পরামর্শ পেতে আমাদের ইউটিউব চ্যনেল সাবস্ক্রাইব করুনঃ Source Of Agro(ইউটিউব চ্যানেল) এবং ভিসিট করুন আমাদের ফেসবুক পেজঃ Source Of Agro (ফেসবুক পেজ)অথবা কল করুন : 01719-404740 নাম্বার এ