৪ নজেল এয়ারেটর (২ ঘোড়া মটর)
মৎস্য চাষিরা মাছ চাষের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এর মধ্যে অন্যতম সমস্যা হলো মাছের পানির ওপরে ভেসে ওঠা, পর্যাপ্ত বৃদ্ধি না হওয়া, ওজন না বাড়া, অ্যামোনিয়া বৃদ্ধি পাওয়া, এমনকি মাছ মারা যাওয়া। এসব সমস্যার কারণে অনেক চাষি বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হন। এর অন্যতম প্রধান কারণ হলো পুকুরে অক্সিজেনের অভাব।
যখন পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন মাছ অক্সিজেনের সন্ধানে পানির ওপরে উঠে আসে। কখনো কখনো অক্সিজেনের চূড়ান্ত ঘাটতির ফলে মাছ মারা যায়।
এই সমস্যার কার্যকর সমাধান নিয়ে এসেছে সোর্স অব এগ্রো! আমরা নিয়ে এসেছি স্বল্প বাজেটের কার্যকরী নোজেল এয়ারেটর, যা পুকুরের পানিতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে। এটি অ্যামোনিয়া ও ক্ষতিকর গ্যাস নিয়ন্ত্রণ করে, পানিতে আন্দোলন সৃষ্টি করে পুরো পুকুরে অক্সিজেন ছড়িয়ে দেয় এবং শ্যাওলা জন্মাতে বাধা দেয়। এর ফলে মাছ সহজেই অক্সিজেন গ্রহণ করতে পারে, সুস্থ থাকে এবং দ্রুত বাড়তে পারে।
নজেল এয়ারেটর:
নাম: নজেল এয়ারেটর।
নজেল সংখ্যা: ৪ নজেল।
এছাড়াও ৬ ও ৮ নজেল এয়ারেটরও আমাদের কাছে আছে। নিচের লিঙ্কে ক্লিক করে ৬ ও ৮ নজেল এয়ারেটরের মটর সহ দাম দেওয়া রয়েছে। আপনি চাইলে নজেলের সংখ্যা বাড়িয়েও নিতে পারেন আপনার পুকুরের আকার অনুযায়ী। নিচে আমাদের হেল্প লাইন নাম্বার রয়েছে। হেল্প লাইন নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার মতো করে এয়ারেটর বানিয়ে নিতে পারেন।
মটর: ২ ঘোড়া।
ভোল্টেজ: ২২০ ভোল্ট।
ভেলিভারি পাইপ: ২ ইঞ্চি।
ডেলিভারি সময়: পেমেন্ট সম্পন্ন করার পর সর্বোচ্চ ৩ কার্যদিবস
বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন: +৮৮ ০৯৬১৩১০০১৫০ অথবা +৮৮ ০১৭১৯৪০৪৭৪০
আধুনিক কৃষি মেশিনারীজ এবং কৃষি সম্পর্কিত সকল তথ্য ও পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: Source Of Agro এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ: Source Of Agro