হেডলাইন সোর্স অব এগ্রো, আধুনিক কৃষিতে এক নতুন দিগন্তের উদ্ভাস।

সোর্স অব এগ্রো বাংলাদেশের কৃষিকে আধুনিকায়নের গর্বিত অংশীদার। আমরা গ্রাম বাংলার প্রচলিত কৃষি পদ্ধতিকে যুগোপযোগী আধুনিক, দক্ষ এবং টেকসই ব্যবস্থায় রুপান্তরিত করতে নিরলস কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হল আজকের প্রতিযোগিতামূলক বাজারে উন্নতির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম,জ্ঞান এবং প্রশিক্ষণ দিয়ে কৃষকদের ক্ষমতায়ন করা।

আমাদের কাজ: 

একটি শীর্ষস্থানীয় কৃষি যন্ত্রপাতি বিপণন সংস্থা হিসাবে, আমরা কৃষকদের বিভিন্ন চাহিদা মেটাতে নানাবিধ সংঞ্জাম ও সেবা সরবরাহ করে আসছি। মিনি ট্রাক্টর এবং ফসল কাটার যন্ত্র থেকে শুরু করে সেচ ব্যবস্থা এবং অত্যাধুনিক পলিহাউস পর্যন্ত আমাদের সেবার মধ্যে অন্তর্ভুক্ত করেছি। ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য উন্নত জাতের চারা এবং পরিবেশ বান্ধব কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জৈব সার এবং প্রয়োজনীয় কৃষি উপাদানগুলো সরবরাহ করে থাকি, যাতে কৃষকরা জৈব কৃষির প্রতি আগ্রহী হয়। দেশ ও দেশের মাটিকে উর্বর ও দূষণমুক্ত রাখতে জৈব কৃষির প্রতি আগ্রহ তৈরি করার জন্য আমরা বিভিন্ন ক্যাম্পেইন ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। কৃষি যন্ত্রপাতি এবং কৃষি সেবা সরবরাহের পাশাপাশি, আমরা টেকসই কৃষি প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ। 

অর্গানিক খাদ্য পণ্য: 

ভেজাল ও সুস্বাস্থ্যের কথা চিন্তা করে সোর্স অব এগ্রো এখন নিজস্ব পদ্ধতিতে অর্গানিক খাদ্য পণ্য উৎপাদন করছে। প্রাচীন তেঁতুল কাঠের ঘানির তেল উৎপাদনকে আধুনিকায়নের মাধ্যমে তেঁতুল কাঠের ঘানির তেল উৎপাদন করছে। বগুড়া সহ সারা বাংলাদেশ এই তেল সরবরাহ করছে এবং কাস্টমারের বিশ্বস্ততার জায়গা অর্জন করেছে। এছাড়াও আছে বিভিন্ন ধরনের মসলা যা যত্ন সহকারে কৃষকের জমি থেকে সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অত্যাধুনিক গ্রাইন্ডার মেশিনে মসলা উৎপাদন করা হয়। অর্গানিক খাদ্যের মধ্যে আরো রয়েছে খাঁটি ঘি, মধু এবং মধুময় বাদাম। 

উদ্যোক্তাদের ক্ষমতায়ন:

 আমরা বিশ্বাস করি যে উদ্যোক্তা কৃষি খাতের বৃদ্ধি ও বিকাশের চাবিকাঠি। শুধু কৃষি খাতের না বরং দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। সেই কারণেই আমরা উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান দিয়ে সজ্জিত করার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রোগ্রাম অফার করি। আমাদের কোর্সগুলি ব্যবসায়িক পরিকল্পনা, বিপণন এবং আর্থিক ব্যবস্থাপনার মতো বিষয়গুলো দিয়ে সাজানো । আমরা উদ্যোক্তাদের কৃষি খাতে ব্যবসা শুরু এবং ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে; তাদের পরামর্শ এবং সহায়তা প্রদান করি।

আমাদর ভিশন: 

আমাদের ভিশন হল বাংলাদেশে একটি সমৃদ্ধশালী কৃষি খাত তৈরি করা যেখানে কৃষকরা একটি সমৃদ্ধ এবং টেকসই জীবিকা তৈরি করতে পারে। আমরা প্রতিটি খামার এবং কৃষি ব্যবস্থাকে আধুনিকীকরণ করার চেষ্টা করছি, যাতে কৃষকদের উন্নত মানের ফসল উৎপাদন করা সহজ এবং আরও লাভজনক হয়। কৃষক ও উদ্যোক্তাদের ক্ষমতায়নের মাধ্যমে আমরা বাংলাদেশের কৃষির উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি।